চেক প্রতারণা মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

| মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৬:২৩ পূর্বাহ্ণ

চেক প্রতারণার ১২টি মামলায় সাজাপ্রাপ্ত আবুল আনোয়ার (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ব্যবসায়ী আবুল আনোয়ারের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ১২টি মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। গতকাল সোমবার আবুল আনোয়ারকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তার আবুল আনোয়ার সাকিন গোল্ডেন বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের মালিক বলে জানিয়েছে পুলিশ। খবর বাংলানিউজের।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, চেক প্রতারণার ১২টি মামলায় সাজাপ্রাপ্ত আবুল আনোয়ারকে মুরাদপুর মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় তিনটি, চকবাজার থানায় ছয়টি ও চাঁন্দগাও থানায় তিনটি সাজা পরোয়ানা রয়েছে। আদালতে সাজা হওয়ার পর থেকে ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট পেল স্ট্যান্ডার্ড ব্যাংক
পরবর্তী নিবন্ধআন্দোলন-সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন এমএ রশিদ ও আব্দুর রহমান