চেক চুরির মামলায় দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:০৮ পূর্বাহ্ণ

চেক চুরির মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাঈদ তানভীরকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন এসি দত্ত লেইনের লুৎফা আবাসন নামে একটি ভবন থেকে পিবিআইর একটি টিম তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু সাইদ তানভীরের সাথে ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী বাড়ির মৃত শফিউল আলম চৌধুরীর ছেলে ওমর ফারুক চৌধুরীর পারিবারিক সম্পর্ক গড়ে উঠে। এর সুবাধে চলতি বছরের জানুয়ারি মাসে ওমর ফারুক চৌধুরীর মানিব্যাগ থেকে স্বাক্ষরযুক্ত তারিখ বিহীন প্রাইম ট্রেডিং করর্পোরেশন ব্যবসা প্রতিষ্ঠানের দুটি চেক চুরি করে নিয়ে যায় আবু সাইদ তানভীর।
বিষয়টি জানতে পেরে ফটিকছড়ি থানায় তানভীরসহ কয়েক জনের বিরুদ্ধে গত ২৭ মার্চ অভিযোগ করা হয়। পরে পুলিশের পরামর্শে গত ২২ অক্টোবর চট্টগ্রাম আদালতে মামলা করেন ভুক্তভোগী। মামলাটি পিবিআই তদন্তের পর চাজশিট দিলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর প্রেক্ষিতে গত বুধবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন বাসা থেকে পুলিশ আসামি তানভীরকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধনতুন সাজে লালদীঘি মাঠ
পরবর্তী নিবন্ধদেশে করোনার ‘নতুন ধরন’