নানা ঘটনা, আলোচনা, সমালোচনা আর নির্বাচন বর্জনের মত ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত সম্পন্ন হলো দেশের সবচাইতে ধনী ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। গতকাল ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সম্পন্ন হয় এই নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত হলো ২৫ পরিচালক। যেখানে ছয়জন পরিচালক নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তারা হলেন চট্টগ্রাম বিভাগের আহসান ইকবাল চৌধুরী এবং আসিফ আকবর। খুলনা বিভাগের আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান। সিলেট বিভাগের রাহাত শামস এবং বরিশাল বিভাগের শাখাওয়াত হোসেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৬ জন। ভোট দিয়েছেন ১১৫ জন। ক্যাটাগরী–১ এর ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদীন। এই বিভাগে ১৭ জন ভোট দিয়েছেন। বুলবুল এবং ফাহিম দুজনই পেয়েছেন ১৫ ভোট করে। এই ক্যাটাগরীতে রাজশাহী বিভাগে ভোটার ছিলেন ৯ জন। ভোট প্রদান করা করেছেন ৭ জন। এই ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মুখলেসুর রহমান। রংপুর বিভাগের ৯ ভোটের মধ্যে ৮ জন ভোট দিয়েছেন। ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান। নির্বাচনের সবচাইতে আলোচিত ক্যাটাগরী হচ্ছে ক্যাটাগরী–২ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরী। এই ক্যাটাগরীতে কাউন্সিলর ছিলেন ৭৬ জন। যেখানে ১২ টি পরিচালকের জন্য প্রার্থী ছিলেন ৩৩ জন। ১৮ প্রার্থীর নাম প্রত্যাহারের পর ১২ পরিচালকের লড়াইয়ে টিকে ছিলেন মাত্র ১৫ জন। এই ক্যাটাগরীতে ভোট দিয়েছেন ৪২ জন। আর সর্বোচ্চ ৪২ ভোট পেয়েছেন তিনজন। তারা হলেন ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক ও শানিয়ান তাসনিম নাভিন। এই ক্যাটাগরীতে নির্বাচিত বাকিরা হলেন আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী এবং ইফতেখার রহমান মিঠু। বিসিবির ২০২১ সালে সবশেষ নির্বাচনে জয়ী হওয়া পরিচালনা পর্ষদ থেকে এবার টিকেছেন মাত্র দুজন । তারা হলেন ইফতেখার রহমান ও মনজুর আলম। ক্যাটেগরি–৩, সাবেক ক্রিকেটার, অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার এই ক্যাটাগরীতে মোট ভোট ৪৫টি। প্রার্থী ছিলেন তিনজন। একজন প্রত্যাহার করে নেন। এই ক্যাটাগরীতে ভোট প্রদান করেছেন ৪৩ জন। একটি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বী ছিলেন দুজন। তারা হলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং বিসিবির ম্যাচ রেফারী দেবব্রত পাল। এই ক্যাটাগরীতে ভোট পড়েছে ৪৩টি। বাতিল হয়েছে ১টি। ৩৫ ভোট পেয়ে এই ক্যাটাগরীতে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ২৫ পরিচালকের মধ্যে ২৩ জন নির্বাচিত হন ভোটে। বাকি দুজনকে সরাসরি মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার ক্রীড়া পরিষদের মনোনয়ন পরিচালক হয়েছেন দুই ব্যবসায়ী। তারা হলেন এম ইসফাক হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।