চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২২তম সিন্ডিকেট সভা গতকাল শনিবার উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, চুয়েটের ব্যুরো অফ রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, প্রকৌশলী মো. আবদুস সবুর, অধ্যাপক ড. সুলতান আহমদ, অধ্যাপক ড. মো. আয়নাল হক, অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী, অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন।
সভার শুরুতে চুয়েটের নতুন সিন্ডিকেট সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।