চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাসের স্মরণে শিক্ষক সমিতির আয়োজনে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্প্রতি সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় পুরকৌশল অনুষদকে টাইব্রেকারে হারিয়ে যন্ত্রকৌশল অনুষদ চ্যাম্পিয়ন হয়। এতে জয়সূচক গোলটি করেন যন্ত্রকৌশল অনুষদের ড. মো. আরাফাত রহমান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যন্ত্রকৌশল অনুষদের ড. মো. সানাউল রাব্বী এবং সেরা গোলদাতা নির্বাচিত হন পুরকৌশল অনুষদের মো. সামিউন বাসির। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এটিএম শাহজাহান।