চুয়েটে রিমোট সেন্সিং অব দ্য আর্থস ইনোস্ফিয়ার শীর্ষক সেমিনার

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে রিমোট সেন্সিং অব দ্য আর্থস ইনোস্ফিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এতে কীনোট স্পিকার ছিলেন জার্মান এ্যারোস্পেস সেন্টারের হেড অব স্পেস ওয়েদার অবজারভেশন ডিপার্টমেন্ট ড. মোহাম্মদ মইনুল হক। সেমিনারে সভাপতিত্ব করেন ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটিই ২০ ব্যাচের শিক্ষার্থী মেহেরিন বিনতে আলম শর্মী ও মিশু মিত্র জ্যাকি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনিয়মের অভিযোগ, বাঁশখালীতে দুই খাদ্য ডিলারকে জরিমানা
পরবর্তী নিবন্ধনারীমুক্তিতে নজরুলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ