চুয়েটে ভর্তি বন্ধের ব্যানার প্রকৌশল অধিকার আন্দোলনের

| শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সকলপ্রকার ভর্তি কার্যক্রম বন্ধের ঘোষণা সংবলিত ব্যানার টাঙিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা প্রকৌশল অধিকার আন্দোলনের কর্মীরা গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ব্যানার টাঙিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়টিতে প্রথম বর্ষে ভর্তির কোনো ঘোষণা এখনো আসেনি। বৃহস্পতিবার নিয়মিত ক্লাশ শেষে শুক্রবার থেকে দুর্গাপূজার ছুটি শুরু হয়েছে। খবর বিডিনিউজের।

আন্দোলনকারীরা বলছেন, প্রকৌশল খাতে সংস্কারের অংশ হিসেবে তিন দফা দাবিতে তাদের আন্দোলন চলছে। তার অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সকলপ্রকার ভর্তি বন্ধ রাখার কর্মসূচি দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল অধিকার আন্দোলনের আহ্বায়ক ইফতেখার মাহমুদ বলেন, যতদিন পর্যন্ত সংস্কার হবে না ততদিন পর্যন্ত ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। সামনে যত ধরনের ভর্তি সংক্রান্ত বিষয় আসবে, তা বন্ধ থাকার বিষয়টিকেই আমরা বোঝাচ্ছি।

তাদের তিন দফা দাবি হলনবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা। দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারে। সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারে সেই ব্যবস্থা করা। এবং শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবে তারাই যেন প্রকৌশল (ইঞ্জিনিয়ার) লিখতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া। ইফতেখার মাহমুদ বলেন, সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল কলেজগুলোতে সম্মিলিতভাবে এ আন্দোলন চলছে।

আন্দোলনকারীদের ঝোলানো ব্যানারে লেখা আছে, ‘চুয়েটে অ্যাডমিশন বন্ধ। সন্তানকে কোথায় ভর্তি করাবেন? এদেশে মেধার চেয়ে সিন্ডিকেটের কদর বেশি। এদেশের প্রকৌশল খাতের যেখানে মেধার বিপরীতে কোটাধারী সিন্ডিকেটের দৌরাত্ম্য জালের মতো ছড়িয়ে পড়েছে। সেখানে একজন অভিভাবক হিসেবে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করিয়ে কেন তার জীবন অন্ধকারে ঠেলে দিবেন! অতএব প্রকৌশল খাতের সংস্কার ব্যতীত চুয়েটে অ্যাডমিশন বন্ধ থাকবে।

চুয়েটের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা বলেন, এটা আন্দোলনরত শিক্ষার্থীরা দিয়েছে। তবে চুয়েটে, সামনে কোনো ভর্তি পরীক্ষা নেই। প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য এখনো আবেদনও চাওয়া হয়নি।

পূর্ববর্তী নিবন্ধ‘ঘোর আঁধারে আলোকবর্তিকা খলিফায়ে রাসূল হযরত গাউছুল আজম (রা.)’
পরবর্তী নিবন্ধআর্থিক লেনদেন নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার