চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ সম্পন্ন হয়েছে। গতকাল ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার সমাপনী দিবসের ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে সবচেয়ে আকর্ষণীয় ১০০ মিটার দৌড় ইভেন্টে দ্রুততম মানব হয়েছেন শাওন বড়ুয়া ও দ্রুততম মানবী হয়েছেন জারীন তাসমীন সাবা। এছাড়া ছাত্রদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন শাওন বড়ুয়া ও রানার–আপ হয়েছেন তরিকুল ইসলাম এবং হল চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা হল ও রানার–আপ হয়েছে শহীদ তারেক হুদা হল। আর ছাত্রীদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন জারীন তাসমীন সাবা ও রানার–আপ হয়েছেন নুসাইবা সিবলী এবং হল চ্যাম্পিয়ন হয়েছে শামসেন নাহার খান হল ও রানার–আপ হয়েছে তাপসী রাবেয়া হল। অন্যদিকে শিক্ষকদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, কর্মকর্তাদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এটিও মো. মুস্তাকিন, ৩য় শ্রেণির কর্মচারীদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের টেকনিশিয়ান নজরুল ইসলাম এবং ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে দ্রুততম মানব হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ল্যাব সহকারী কাওছার হোসেন। সেরা র্যালি নির্বাচিত হয়েছে যথাক্রমে মুক্তিযোদ্ধা হল, বেগম শামসেন নাহার হল ও শহীদ তারেক হুদা হল।
উল্লেখ্য, এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে ছাত্র–ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রায় ১,২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ছেলেদের ৫টি ও মেয়েদের ৩টি মোট ৮টি আবাসিক হলের ছাত্র–ছাত্রীরা আনন্দ র্যালির মাধ্যমে মাঠে প্রবেশ করে। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন ড. কুদরত–ই–খুদা হলের শিক্ষার্থী জিতু দেবনাথ। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেন চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা। এছাড়া উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। এতে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েটের উপ–পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।












