চুয়েটে এমআইই ইন্ডাস্ট্রিয়াল টেক কার্নিভাল-২০২৫

| শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের আয়োজনে ও সাউদার্ন আইওটি লিমিটেডের সহযোগিতায় দুইদিনব্যাপী “এমআইই ইন্ডাস্ট্রিয়াল টেক কার্নিভাল২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ জুলাই সকাল ৯ টায় চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল বাস্তবসম্মত প্রযুক্তিগত সমস্যার সমাধানমূলক প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে বিকাল ৪ টায় ‘ইন্ডাস্ট্রি ৪.০ ফর গার্মেন্টস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইসচ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান ও সাউদার্ন আইওটি লিমিটেড এর সিইও রাকিব কাদের চৌধুরী।

সেমিনারের কীনোট স্পিকার হিসেবে থাকবেন সাউদার্ন আইওটি লিমিটেড এর সিটিও এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর প্রধান মো. আরিফুল ইসলাম। মেকাট্রনিঙ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমআইই বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির। এতে সঞ্চালনা করেন এমআইই ২১ ব্যাচের শিক্ষার্থী ওয়াসিমা নুর ইকরা ও অংকন দে অনিমেষ।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল ৯ টায় থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত সাউদার্ন আইওটি কর্তৃক চুয়েটের এমআইই, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, যন্ত্রকৌশল বিভাগ ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের সরাসরি চাকরিতে যোগদানের জন্য ভাইবা সম্পন্ন করা হয়। ‘এমআইই ইন্ডাস্ট্রিয়াল টেক কার্নিভাল২০২৫’এর আয়োজনের মধ্যে ছিল ইন্ডাস্ট্রিয়াল বাস্তবসম্মত প্রযুক্তিগত সমস্যার সমাধানমূলক প্রতিযোগিতা, শিল্পভিত্তিক সেমিনার, চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংযুক্তিমূলক কার্যক্রম, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিদায়ী ব্যাচের জন্য আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছায়াসঙ্গী
পরবর্তী নিবন্ধশাহ এমদাদীয়ার উদ্যোগে ঔষধি গাছের চারা বিতরণ