চুয়েট শিক্ষার্থীর ব্যাগ থেকে মোবাইল নিয়ে দৌড়, যুবক আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া নওশীন ক্লাস শেষ করে বৃহস্পতিবার দুপুরে বান্ধবীর সঙ্গে বাসায় ফিরছিলেন। চুয়েট থেকে গাড়িতে উঠে নামেন কাপ্তাই রাস্তার মাথায়। সেখান থেকে কিছু দূর হেঁটে অন্য গাড়িতে ওঠার সময় তার ব্যাগ থেকে মোবাইল চুরি করে দৌড় দেয় এক চোর। ফারিয়া টের না পেলেও ঘটনাটি দেখে ফেলেন সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ নাছরুল্লাহ ও কনস্টেবল মিরাজ। তারা দুজন ধাওয়া করে মোবাইল চোর ইমনকে (২৪) জাপটে ধরে ফেলেন। এসময় তার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করে তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ নাছরুল্লাহ ভূঁইয়া বলেন, আমি কাপ্তাই রাস্তার মোড়ে দায়িত্ব পালন করছিলাম। বেলা সাড়ে ১২টার দিকে চুয়েটের দুই শিক্ষার্থী ক্লাস শেষে বাসায় ফিরছিলেন। এসময় একটি গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে ওঠার সময় ফারিয়া নামে ওই শিক্ষার্থীর ব্যাগ থেকে মোবাইল নিয়ে দৌঁড় দেয় এক যুবক। আমি এবং কনস্টেবল মিরাজ ছিনতাইকারীকে কিছু দূর ধাওয়া করে আটক করি। এসময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল এবং একটি টিপ ছোরা উদ্ধার করা হয়। পরে ওই শিক্ষার্থীকে মোবাইলটি ফেরত দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গি ছিনতাইয়ের ঘটনায় প্রধান সমন্বয়ক ছিলেন মেহেদী : সিটিটিসি
পরবর্তী নিবন্ধদুটি চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার ৩