চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার ভাইস চ্যান্সেলর কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত সভাপতি আমিন মোহাম্মদ মুসা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মো. জিল্লুর রহমান, প্রকৌশলী মো. আবদুল কাদের, সৈয়দ মহিবুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, শওকত আলী, রুবেল মাহমুদ, সওকত হায়াত ওসমানী, নুসরাত জাহান, এমরানুল হক, মোহাম্মদ ইউছুফ, শাহাদাত হোসেন আসিফ, প্রকৌশলী রনি দে এবং রাশেদুল ইসলাম রানা। প্রেস বিজ্ঞপ্তি।