চুয়েট দিবস আজ

দিনব্যাপী নানা আয়োজন

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রকৌশল শিক্ষা ও গবেষণার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দিবস আজ। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে নবযাত্রা শুরু করা চুয়েট গৌরবময় পথচলার ২০ তম বর্ষে পদার্পণ করছে আজ। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ১০ টা ৪০ মিনিটে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। এরপর রয়েছে- সকাল ১০ টা ৪৫ মিনিটে আনন্দ র‌্যালি, ১০ টা ৫০ মিনিটে ইএমই ভবনের উত্তর পাশে বৃক্ষরোপন কর্মসূচি, বেলা ১১ টায় কেন্দ্রীয় মিলনায়তনে চুয়েটের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, ১১ টা ১০ মিনিটে আলোচনা সভা, দুপুর আড়াইটায় মেডিকেল সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিকেল ৩ টায় কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ এবং সাড়ে চারটায় একইস্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এসব অনুষ্ঠানে যোগ দেবেন।
মূল শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের পাশে ঊনসত্তরপাড়া মৌজায় ১৭১ একর ভূমিতে প্রতিষ্ঠিত চুয়েট মাত্র দুই দশকের পরিক্রমায় ভূমিকম্প, জলাবদ্ধতা, ভূমিধস ও পরিবহন-যানজট বিষয়ক গবেষণায় দেশজুড়ে আস্থা তৈরির পাশাপাশি বহির্বিশ্বেও নিজেদের মর্যাদাপূর্ণ অবস্থান সুনিশ্চিত করেছে। পাশাপাশি প্রতিবছর নিয়মিতভাবে একাধিক আর্ন্তজাতিক কনফারেন্স আয়োজন, দেশি-বিদেশি স্কলার ও গবেষকদের অংশগ্রহণে সেমিনার-কর্মশালা-সিম্পোজিয়াম আয়োজন, বিশ্বমানের ল্যাব ও যন্ত্রপাতি সংযোজন, কর্ণফুলী ও হালদা নদী বিষয়ক গবেষণা, বহুবিধ শিল্প সমস্যার সমাধান, সরকারি-বেসরকারি পর্যায়ে কারিগরি সহায়তা ও পরামর্শ সেবা প্রদান, শক্তিশালী ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন, বহিঃর্বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে উচ্চশিক্ষা-গবেষণায় সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং সরকারের রূপকল্প-২০৪১ অনুসরণে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রভৃতি চুয়েটকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চুয়েটে বর্তমানে ৫টি অনুষদের অধীনে ১২ টি ডিগ্রিপ্রদানকারী বিভাগসহ মোট ১৮টি বিভাগের পাশাপাশি ৩টি গবেষণা ইনস্টিটিউট ও ৩টি গবেষণা সেন্টার রয়েছে। ১২ টি বিভাগে ৯২০ টি আসনের (উপজাতি কোটাসহ মোট ৯৩১টি আসন) বিপরীতে প্রায় ৬ হাজার ২০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত রয়েছেন। পাশাপাশি রয়েছেন ১০০ জন পিএইচডি ডিগ্রিধারীসহ প্রায় ৩৩৭ জন শিক্ষক, ১৬০ জন কর্মকর্তা এবং প্রায় ৪৩৩ জন কর্মচারী। চুয়েটের সামগ্রিক উন্নয়নে ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়ন শীর্ষক’ প্রকল্পের অধীনে ৩৫৯ দশমিক ৯৬ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় প্রায় ৭ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে তিনতলাবিশিষ্ট নতুন একটি ছাত্রী হলের নির্মাণ, প্রায় ২১ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে ৭ হাজার ৫০০ বর্গফুট আয়তনের পাঁচতলা বিশিষ্ট একটি নতুন ছাত্র হল নির্মাণ, প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও নতুন মেডিকেল সেন্টার ভবন নির্মাণ, ১০ তলাবিশিষ্ট অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সমমর্যাদার কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন, ৫ তলাবিশিষ্ট দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা ও ৩য় শ্রেণির কর্মচারিদের জন্য আবাসিক ভবন, ১০ তলাবিশিষ্ট সহকারী অধ্যাপক, প্রভাষক ও সমমর্যাদার কর্মকর্তাদের জন্য স্টুডিও এপার্টমেন্ট এবং ৩ তলাবিশিষ্ট মেডিকেল সেন্টার নির্মাণ কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধউচ্চশিক্ষায় আন্তর্জাতিক ডিগ্রীলাভের সুযোগ এখন চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধসেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাবা গ্রেপ্তার