চুয়েট আন্তঃহল ভলিবল প্রতিযোগিতায় কবি কাজী নজরুল ইসলাম হল চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কবি কাজী নজরুল ইসলাম হল, রানার্স আপ হয়েছে মুক্তিযোদ্ধা হল। গত ৩০ নভেম্বর রোববার অনুষ্ঠিত ফাইনালে কবি কাজী নজরুল ইসলাম হল মুক্তিযোদ্ধা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন মো. ফয়সাল। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন ফাহিম জামান। ফাইনাল খেলা শেষে চুয়েট এর ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। চুয়েটের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম। ম্যাচের কোঅর্ডিনেটর ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. আবু মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন উপপ্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন। ম্যাচ পরিচালনায় ছিলেন শারীরিক শিক্ষা কর্মকতা মো. জিলহাজ উদ্দিন ও মো. ইয়াসির আরাফাত।

পূর্ববর্তী নিবন্ধহামজারবাগ লার্নিং পয়েন্ট স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধআগ্রাসী ক্রিকেট খেলে বাংলাদেশকে হারাতে চায় আয়ারল্যান্ড