নগরীর হালিশহর বড়পুল এলাকায় রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। গতকাল রোববার (২০ মার্চ) বেলা ১১টা ২৫ মিনিটে বড়পুলের মইন্যাপাড়া কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, বড়পুল মইন্যাপাড়া কাঁচাবাজার এলাকায় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ও বন্দর ফায়ার স্টেশনের দুটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। এতে আটটি বসতঘর পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।












