চট্টগ্রামের আকবরশাহ থানা পুলিশের তৎপরতায় স্বর্ণ চুরির একটি ঘটনার মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে চোরাই স্বর্ণ, রুপা ও মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে চোরাই মালামালসহ গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জুয়েল (৩২), মোঃ হৃদয় (২১) ও মোঃ শরীফ (২৮)।
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা রুজু করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।











