চুরির পর অনলাইনে বাইসাইকেল বিক্রি, যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

প্রথমে চুরি করেন। এরপর অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করেন চুরিকৃত বাইসাইকেল। এভাবে ১০টি বাইসাকেল চুরি করে বিক্রির পর অবশেষে ধরা পড়ে শাহরিয়ার চৌধুরী অভি (২৬) নামে এ চোর।

গত রোববার রাতে নগরের বারেক বিল্ডিং এলাকা থেকে ২টি বাইসাইকেলসহ তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দরপশ্চিম) পুলিশ। তবে বিষয়টি গতকাল গণমাধ্যমকে জানানো হয়।

ডিবির ডিসি (পশ্চিম) আলী হোসেন দৈনিক আজাদীকে বলেন, গ্রেফতারকৃত অভি নগরের বিভিন্ন স্থান থেকে বাইসাইকেল চুরি করে প্রথমে নিজের কাছে রাখতেন। পরে সুযোগ বুঝে অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করতেন। তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক সভা
পরবর্তী নিবন্ধআ. লীগের হরতাল বিরোধী অবস্থান ও শান্তি সমাবেশ