চুরি হওয়া তিনটি গরু যেভাবে ফিরে পেলেন মালিক

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চন্দনাইশে চুরি করা ১টি গাভী ও ২টি বাছুর মাইক্রোবাসে নিয়ে চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক হয়ে পালিয়ে যাচ্ছিল চোরের দল। এ সময় মহাসড়কে পুলিশের গাড়ি দেখে তারা উপজেলার বাগিচাহাটের পশ্চিম দিকে পার্শ্ব সড়কে ঢোকে। গরুবাহী মাইক্রোবাসটি ভগবান চৌধুরীহাটে ভাঙা সড়কে পড়ে উল্টে যায়। এ সময় মাইক্রোবাস থেকে গরুগুলো বেরিয়ে যায়। স্থানীয় রফিক উদ্দীন নামে এক ব্যক্তি গরুগুলো পেয়ে তার গোয়ালঘরে রাখেন।

পরে গরুগুলো রফিকের কাছে থাকার ব্যাপারে তথ্য পেয়ে পুলিশ গতকাল সকালে গরুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত ১১ সেপ্টেম্বর রাতে চন্দনাইশ পৌরসভার বদুর পাড়ার কৃষক আমির হোসেনের গোয়ালঘর থেকে গরুগুলো চুরি করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের দেওয়ানহাট জসিম কনভেনশন সেন্টারের সামনে একটি গাড়ি বিকল হয়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থলে কাজ করার সময় হয়তো পুলিশের গাড়ি দেখে গরু বহনকারী মাইক্রোবাসটি বাগিচাহাটের পশ্চিম দিকে পার্শ্ব সড়ক হয়ে পালিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় ভগবান চৌধুরীহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের গর্তে পড়ে উল্টে যায়। এ সময় গরুগুলো মাইক্রোবাস থেকে বেরিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ সাতবাড়িয়ার ভগবান চৌধুরীহাট রফিকের গোয়ালঘর থেকে গরুগুলো উদ্ধার করে তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রকৃত মালিক আমির হোসেনের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকারাদণ্ড ১০ বছরের আত্মগোপন ৩২ বছর
পরবর্তী নিবন্ধদুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা