চুরি যাওয়া ২৫ লাখ টাকার চোরাই পণ্যসহ ৪ জনকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন গাউছিয়া ইলেকট্রিক মার্কেটের নবী ইলেকট্রিক স্টোরে চুরি যাওয়া ২৫ লাখ টাকার চোরাই পণ্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলোমো. শওকত (৩৫), মোহাম্মদ হাসান (৩৫), মো. আলম (৪৮) এবং মো. রাসেল গাজী (৩০)। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গত ২৫ জুন নবী ইলেকট্রিক স্টোরে চুরির ঘটনায় দোকানে থাকা সিসি ক্যামেরা ফুটেজ দেখে বাদী সাহাদাত হোসেন মো. শওকতকে সনাক্ত করেন। পরে তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন তিনি। এই ঘটনায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় অভিযান পরিচালনা করে মো. আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে মোহাম্মদ হাসান এবং মো. আলমকে গ্রেপ্তার করা হয়। আসামীদের দেয়া তথ্য অনুযায়ী চোরাই পণ্য উদ্ধারের জন্য সিডিএ মার্কেটের জামাল উদ্দিনের দোকানে অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রে জামালের গোডাউনে অভিযান পরিচালনা করে ২৫ লাখ ৩৫ হাজার ৯৮০ টাকার মালামাল উদ্ধার করা হয়। এসময় মো. রাসেল গাজী নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। জামাল উদ্দীন কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধমানুষের চাকরি কাড়ব না, বিদ্রোহও করব না- বলল রোবটরা
পরবর্তী নিবন্ধএবার ঝুঁকিপূর্ণ ৩৫০ স্থাপনা উচ্ছেদ