গরু চুরি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের পটিয়ায় গ্রামবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন মহানন্দ আশ্রম এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় পটিয়া সদর, ভাটিখাইন ও কচুযায় ইউনিয়নের অসংখ্য নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। গত দেড় বছরে চোরের কবলে পড়ে অনেক খামারি ও অসহায় পরিবার নি:স্ব হয়েছে। এতে বক্তব্য রাখেন, ভাটিখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পটিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষক এটিএম তোহা, সংগঠক আশিকুল মোস্তফা তাইফু, ক্ষতিগ্রস্ত খামারী মোহাম্মদ মামুন, জসিম উদ্দিন, ইউপি মেম্বার নুরুল হক, আবু তালেব মেম্বার, চৌকিদার মোহাম্মদ তৌহিদ, মহিলা মেম্বার রুখছানা বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটিয়ার প্রতিনিধি মাহবুব উল্লাহ।
বক্তারা বলেন, পটিয়া বাইপাসের বিভিন্ন পয়েন্টে প্রায় চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে। সমপ্রতি গুরুত্বপূর্ণ এ সড়কে দুর পাল্লার বাস থামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করা হলেও ধরা পরেনি কোন অপরাধী। গত দেড় বছরে ভাটিখাইন, কচুয়ায় এলাকা থেকে শতাধিক দুগ্ধ গরু চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল মিনি ট্রাকে করে পটিয়া বাইপাস হয়ে চোরাই গরু বিভিন্ন জায়গায় নিয়ে যায়। বাইপাসে সিসিটিভি ক্যামরা বসানো এবং পুলিশের টহল জোরদারের দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।