আনোয়ারার বারশত ইউনিয়নের বখতিয়ার পাড়ার পশ্চিমচাল গ্রামে চুরি করতে গিয়ে মো. ইমন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রোববার ভোররাতে স্থানীয় লন্ডন প্রবাসী আলী আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার চাতরী ইউনিয়নে বেলচূড়া সুজার মল্লা পাড়ার মৃত আবদুল করিমের পুত্র।
ইমনের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে পিঠিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমনের ভাই খোরশেদ আলম আনোয়ারায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বলেন, রোববার সকাল সাড়ে সাতটায় বখতেয়ারা পাড়ার ঘটনাস্থলের কিছুটা দূরে রাস্তার পাশে ছেলেটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। তখন আমি উদ্ধার করে গ্রাম পুলিশের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করি। রাতে শুনতে পাই সে মারা গেছে। স্থানীয় চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি লন্ডন প্রবাসী আলী আকবরের ঘরে চুরি করতে গিয়ে এক যুবক ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের ভাই খোরশেদ আলম বলেন, আমার ভাই ইমন পেশায় একজন নির্মাণ শ্রমিক। তাকে একটি চক্র পরিকল্পিতভাবে বখতিয়ার পাড়ায় চুরির অপবাদ দিয়ে পিঠিয়ে হত্যা করেছে। তার শরীরে মারধর ও আঘাতের চিহ্ন রয়েছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, নিহত ইমনের বিরুদ্ধে থানায় চুরির মামলা রয়েছে।