চুরি ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির ২ নং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ ও ২৭ নং সদস্য মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। গত রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মারুফ–উল ইসলাম। তিনি বলেন, ধৃতদের রাজনৈতিক পরিচয় জানি না। তবে তারা মামলার আসামি।
জানা গেছে, গত ২৯ আগস্ট চকবাজার মতি টাওয়ারের সিকদার ট্রাভেলসের ম্যানেজার আজিম উদ্দিন বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, মতি টাওয়ারের সিকদার ট্রাভেলসের অফিসে চাঁদা দাবি ও ম্যানেজারের উপর হামলা করে নগদ ৭০ হাজার টাকা ও একটি পাসপোর্ট নিয়ে যায় আসাদুজ্জামান সাজ্জাদ ও মোহাম্মদ আরিফ।
উল্লেখ্য, মামলায় শফিউল আলম ও আদনান হাবিব নামে আরো দুজনকেও আসামি করা হয়। মামলার চার আসামিই দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারী বলে পরিচিত।