চুয়েটে ডিরেক্টরেট অফ রিসার্চ এন্ড এক্সটেনশনের সভা

| শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৪:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিরেক্টরেট অফ রিসার্চ এন্ড এক্সটেনশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন চুয়েটের ডিরেক্টরেট অফ রিসার্চ এন্ড এক্সটেনশনের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। সভায় বিশ্ববিদ্যালয়ের ২৮টি গবেষণা প্রকল্প অনুমোদিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় মৎস্য অফিসের অভিযানে ২ লক্ষ টাকার জাল জব্দ
পরবর্তী নিবন্ধপাচারের জন্য মজুদ রাখা ৮০ ঘনফুট গোলকাঠ জব্দ