চুয়েটে কাজী নজরুল ইসলাম হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

| বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

চুয়েট কবি কাজী নজরুল ইসলাম হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা গত ৭ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রিয়াজ আক্তার মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রভোস্ট মো. সামিউন বাসির। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ছাত্র হামিম ইবনে হাসান ও ইইই বিভাগের ছাত্র জাবেদুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ থেকে ১৫৪ জন ছাত্রকে বিদায় দেওয়া হয় এবং নতুন ছাত্রদের বরণ করে নেওয়া হয়। তাছাড়া হলের ২ প্রাক্তন ছাত্রকে সম্মাননা প্রদান করা হয় যারা চুয়েটে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে অনুষ্ঠিত হলো আইভে বিজনেস স্কুলের কেইস টিচিং ওয়ার্কশপ
পরবর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের সেলাই মেশিন বিতরণ