চুয়েটে ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ

| মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

চুয়েটে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। রিসোর্স পার্সন ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মো. ইমরান হোসেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

প্রধান অতিথি বলেন, নতুন ও পরিবর্তনশীল বিশ্বের চাহিদা অনুযায়ী চুয়েটের গ্রাজুয়েটদের গড়ে তুলতে হবে। দক্ষতা নির্ভর শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদেরকে চাকুরী উপযোগী করে গড়ে তুলতে পাঠ্যক্রমে ও পাঠদানে ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে হবে। গ্রাজুয়েটরা যেন চাকুরীর ক্ষেত্রে নিজেকে তৈরি করতে পারে সেজন্য যোগাযোগ দক্ষতা, ভাষাজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিষয়াদি পাঠ্যক্রমে অথবা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করতে হবে। এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষকদের শ্রেণিকার্যক্রম এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তবে প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন ও গবেষণার কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে তাহলেই সফলতা আসবে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বিজনেস ফেস্ট
পরবর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান জনগণের সম্মিলিত ক্ষমতার বহিঃপ্রকাশ