চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) এর উদ্যোগে ‘ফাউন্ডেশন ট্রেইনিং ফর অফিসার্স এন্ড স্টাফ’ শীষর্ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
রিসোর্স পার্সন ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, কম্পট্রোলার মো, শফিকুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার (পারসোনাল প্রসাশন) মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, ডেপুটি কম্পট্রোলার মোহাম্মদ ইউছুপ, আইআইসিটির সিস্টেম এনালাইসিস্ট মো, তৌহিদুর রহমান এবং সহকারী রেজিস্ট্রার (পারসোনাল প্রসাশন) হায়াত আলী। অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে ট্রেইনিংয়ে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।
সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মো. ইমরান হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











