চুয়েট ভিসি ভবনে তালা দিয়ে বিক্ষোভ

ছাত্রলীগের শাস্তি ও প্রশাসনের সংস্কার দাবি শিক্ষার্থীদের

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা ও চুয়েট প্রশাসনের সংস্কার দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে চুয়েট শিক্ষার্থীরা। ভিসি ভবনের সামনে অবস্থান নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর স্বৈরাচারের দোসররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এর আগেও বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে তাদের হাতে হেনস্থার শিকার হয়েছে। সংঘটিত প্রতিটি হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ইতিপূর্বে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রশাসন স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় কর্মসূচি পালনে বাধ্য হচ্ছে।

তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বুয়েট, কুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও চুয়েট প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। এ কারণে সাধারণ শিক্ষার্থীরা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের বহিষ্কার, সাবেক ছাত্রলীগ নেতা মদ্যপানে অভিযুক্ত পুরকৌশল বিভাগের শিক্ষক শাফকাত আর রুম্মানের বিচারের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট এসেছে।

কম্পিউটার বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতফান বিন নূর বলেন, আমরা নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে বিভিন্ন সময় প্রশাসনের কাছে গিয়েও উপযুক্ত কোনো প্রতিকার পাইনি। অপরাধীরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে হুমকি দেয়ার মত দুঃসাহস দেখাচ্ছে। তিনি বলেন, আমরা অন্যায়ের বিচার চাই। অভিযুক্তদের বহিষ্কার চাই। এই দাবি আদায়ে আমরা আজ উপাচার্য ভবনের অবস্থান নিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধচবির শেখ হাসিনা হলের নামফলক ভাঙচুর
পরবর্তী নিবন্ধআবদুল হামিদ, কাদের আমু তোফায়েলের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ