লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে গত বৃহস্পতিার থেকে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিল। ১ম দিনের অনুষ্ঠানে ছদরে মাহফিল ছিলেন লোহাগাড়া কলাউজান রশিদিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু বক্কর। পেশ কালাম পড়েন মাওলানা জালাল উদ্দিন মুনিরী। আলোচনা করেন মাওলানা এমদাদুল ওয়াহেদ। পেশ কালাম পড়েন ক্বারী মাওলানা রবি উল্লাহ। আলোচনা করেন মাওলানা মুহাম্মদ জিয়াউল করিম। এতে আরো উপস্থিত ছিলেন হাফিজুল হক নিজামী, মাওলানা ফারুক হোসেন, মাওলানা হেলাল উদ্দীন মুহাম্মদ মুসা, জিয়াউদ্দীন আল আজাদ, তাহফিজ আহমদ, কফিন উদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, বিশ্ব নবী (সা.) এর সীরাত মানা প্রতিটি মোমেনদের জন্য অপরিহার্য। প্রেস বিজ্ঞপ্তি।