চুনতির ১৯ দিনব্যাপী সীরত মাহফিল শুরু

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৩৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে ১৯ দিন ব্যাপী ৫৩তম মাহফিলে সীরতুন্নবী (.) মাহফিল শুরু হয়েছে। গতকাল বুধবার জোহরের নামাজের পর সীরত ময়দানে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোতোয়াল্লী কমিটির সভাপতি হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।

মাহফিল উদ্বোধন করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্‌রাসার উপাধ্যক্ষ হাফেজ শাহে আলম। মাদ্‌রাসার অধ্যক্ষ ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় মাহফিলে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন অধ্যক্ষ মাওলানা আবদুল মন্নান শমসী, উপাধ্যক্ষ ওসমান গণি, হাফেজ মুহাম্মদ নেজাম উদ্দিন, মাওলানা আবদুর রহমান জাবেরী ও মাওলানা জিয়াউল হক আনসারী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজুল হক নিজামী, শাহজাদা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, ইসমাইল মানিক, এম. মাহাবুবুল হক, অলিউদ্দিন, ওসি রাশেদুল ইসলাম, শাহজাদা তৈয়বুল হক বেদার, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক, কাজী আরিফুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার মজুদ, ২ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধনজরুলের বিদ্রোহ ছিল উপনিবেশবাদের বিরুদ্ধে