লোহাগাড়ার চুনতিতে লেগুনার সাথে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার চুনতি ইউনিয়নের বাগান পাড়ার মোস্তাক আহমদের পুত্র এনামুল হক বাবু (২৭), একই ইউনিয়নের রোস্তমের পাড়ার বসু মিয়ার পুত্র হেলাল হোসেন লেদু (৩৮), চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইচাছড়ি এলাকার আবুল হাশেমের পুত্র মো. কাইছার (১৯) ও উত্তর হারবাং কোরবানিয়া ঘোনার মো. আরিফ (২২)। আহতরা সকলে মোটরসাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী তমা গ্রুপের শ্রমিকবাহী লেগুনার সাথে বিপরীতমুখী দুইটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।