চুনতিতে বস্তা মোড়ানো নবজাতক উদ্ধার

| মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৬:৪৭ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে বস্তা মোড়ানো এক নবজাতক (কন্যা) উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ার জেতবন বিহারের পাশ থেকে এ নবজাতককে উদ্ধার করে স্থানীয় কৃষক নিপু বড়ুয়া।
তিনি জানান, সকালে মাঠে কাজ করতে যাবার সময় বিহারের পাশ থেকে কান্নার আওয়াজ আসছিল। প্রথমে তিনি বিড়ালের কান্না মনে করেছিলেন। সন্দেহ হওয়ায় পাশে গিয়ে দেখতে পান বস্তায় মোড়ানো নবজাতক।
খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে নবজাতকটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তার স্ত্রী। বাচ্চাটি কেউ দাবি না করলে তিনি লালন-পালন করবেন বলে জানান।
চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, কে বা কারা বস্তা মোড়ানো অবস্থায় বিহারের পাশে নবজাতক রেখে চলে যায়। স্থানীয় নিপু বড়ুয়া নবজাতকটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। ফুটফুটে নবজাতকটিকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। বাচ্চাটি সুস্থ আছে।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে নবজাতকটি নিপু বড়ুয়ার তত্ত্বাবধানে রয়েছে। কেউ যদি নবজাতকটিকে দাবি করে তাহলে তদন্ত সাপেক্ষে তাকে দিয়ে দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
পরবর্তী নিবন্ধস্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা