লোহাগাড়ার চুনতিতে দিন-দুপুরে মুদি দোকান থেকে নগদ টাকা চুরি করে নিয়ে গেছে এক চোর। গতকাল রোববার দুপুরে ইউনিয়নের ডেপুটি বাজারের সাদেক স্টোরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানদার একই ইউনিয়নের বাগান পাড়ার ফৌজুল কবিরের পুত্র সাদেক হোসেন।
তিনি জানান, দোকানের গ্রিলের দরজা অর্ধেক বন্ধ করে জোহরের নামাজ আদায় করতে যান। এ সময় এক চোর দোকানে ঢুকে ক্যাশবক্স ভেঙ্গে প্রায় নগদ ৪ লাখ টাকা নিয়ে যায়। নামাজ আদায় শেষে দোকানে এসে ক্যাশবক্স ভাঙ্গা ও এলোমেলো দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। পরে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে চুরির দৃশ্যটি দেখতে পান।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানদার থানায় লিখিত অভিযোগ করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্ত করে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।