লোহাগাড়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে দেড় একর জবরদখল করা বনভূমি উদ্ধার করা হয়েছে। রোববার সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বড় বিল নামক এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. গাজী বাহার উদ্দিন জানান, একটি প্রভাবশালী মহল অভয়ারণ্যের সংরক্ষিত বনভূমি জবরদখল করে লেবু কাঁটা জাতীয় বাগান সৃজন করে। এতে হাতিসহ বন্যপ্রাণীর চলাচলে বাঁধা সৃষ্টি করা হয়েছে। তাই বন্যপ্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত করতে লেবু কাঁটা জাতীয় বাগান উচ্ছেদ করে জবরদখল করা বনভূমির জায়গা উদ্ধার করা হয়েছে।