লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা থেকে বালুভর্তি একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। গত শুক্রবার অভয়ারণ্যের বাফার এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার।
তিনি জানান, অভয়ারণ্য এলাকায় বালুভর্তি একটি ডাম্প ট্রাক দেখতে পেয়ে সংকেত দেয়া হয়। সংকেত উপেক্ষা করে চালক কিছুদূর যাবার পর ট্রাকটি ফেলে পালিয়ে যায়। এরপর কোনো প্রকার বৈধতা না থাকায় ডাম্প ট্রাকটি জব্দ করে রেঞ্জ কার্যালয় হেফাজতে রাখা হয়।
পরে তদন্ত করে জানা যায়, অভয়ারণ্য সংলগ্ন কুলপাগলী ছড়া থেকে ব্যক্তি মালিকানাধীন ও খাস খতিয়ানভুক্ত জায়গা থেকে বালুগুলো উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান এই বিট কর্মকর্তা।