চুনতি অভয়ারণ্যে বন্য হাতির আক্রমণ ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: দ্রুত পদক্ষেপ জরুরি

| বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের লোহাগাড়া উপজেলাধীন চুনতি অভয়ারণ্য দেশের অন্যতম প্রাচীন বনাঞ্চল, যেখানে দীর্ঘদিন ধরে বন্য হাতির বসবাস রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, বনাঞ্চলের সীমানা সংরক্ষণের অভাব এবং মানববসতির ঘনত্ব বৃদ্ধির ফলে মানুষ ও বন্য হাতির দ্বন্দ্ব দিনদিন প্রকট হয়ে উঠছে। বিশেষ করে কৃষক সমাজ প্রতিনিয়ত বন্য হাতির আক্রমণে ফসলহানি ও জানমালের ক্ষতির মুখে পড়ছে। অনেক সময় রাতে ঘুম ভেঙে কৃষকেরা হাতি তাড়াতে বাধ্য হন, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এর ফলে গ্রামীণ জনজীবনে আতঙ্ক ও অনিরাপত্তা সৃষ্টি হয়েছে।

অপরদিকে, চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক, যা পর্যটন ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এই সড়কে। কিন্তু এ সড়কের বেশ কয়েকটি অংশ এখনো সরু, ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনাপ্রবণ। বর্ষাকালে, অথবা ছুটির সময়ে পর্যটকের ভিড় বাড়লে যানজট ও সড়ক দুর্ঘটনা প্রায় অবশ্যম্ভাবী হয়ে ওঠে। গত কয়েক বছরে এই মহাসড়কে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরো অনেকেই পঙ্গু হয়েছেন।

আমি সরকারের প্রতি, বিশেষ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানাচ্ছি দয়া করে চুনতি অভয়ারণ্যের বন্য হাতির হুমকি থেকে কৃষকদের রক্ষা এবং চট্টগ্রামকক্সবাজার মহাসড়ককে উন্নতমানের নিরাপদ সড়কে রূপান্তরের বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। এটি শুধু একটি এলাকার সমস্যা নয়, বরং জাতীয় নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়।

হাসনাইন মাহমুদ

অ্যাডভোকেট, জজ কোর্ট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসত্যজিৎ রায় : বিশ্বনন্দিত কীর্তিমান পুরুষ
পরবর্তী নিবন্ধসই