চুকবল লিগের ফাইনাল আজ

| সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১২:০৮ অপরাহ্ণ

সিজেকেএস রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন চুকবল লিগের দুটি সেমিফাইনাল ম্যাচ শেষে আজ সন্ধ্যা ৭টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজ ২৬ সেপ্টেম্বর বিকাল ৩ টায় ১ম সেমি ফাইনালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) বনাম বাংলাদেশ রেলওয়ে র‌্যার্ঞ্জাস এবং বিকাল ৪ টায় ২য় সেমি ফাইনালে শহীদ শাহজাহান সংঘ এম.এইচ. স্পোর্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। সন্ধ্যা ৭টায় লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকাল রোববার লিগের খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) ৩৯-১৫ পয়েন্টে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা) কে, মোহামেডান স্পোর্টিং ক্লাব ২১-১৩ পয়েন্টে রাইজিং স্টারকে, নোয়াপাড়া লায়ন্স ক্লাব ১৪-১৩ পয়েন্টে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ গ্রীণকে এবং শহীদ শাহজাহান সংঘ ২৫-১০ পয়েন্টে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষে গ্রুপ ‘এ’ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) এবং গ্রুপ ডি থেকে শহীদ শাহজাহান সংঘ সেমি ফাইনালে উন্নীত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দিনে ৮টি ম্যাচ সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রাক্তন ফুটবল সমন্বয় কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা