তৃণমূল পর্যায়ে চুকবল খেলোয়াড় সৃষ্টি ও মানোন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় তারুণ্যের উৎসব চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আগামী ১২ অক্টোবর হতে শুরু হচ্ছে। উক্ত প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র–ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের আগামী ১০ অক্টোবর বিকাল ৫টার মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা’র কার্যালয়ে প্রত্যেক খেলোয়াড়ের ২কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রধান শিক্ষকের স্বাক্ষরে স্কুলের প্যাডে ‘সদস্য সচিব, এ্যাডহক কমিটি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা’ বরাবরে অংশগ্রহণের সম্মতিপত্র প্রদান করতে হবে। এ প্রশিক্ষণ ও প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য সাইফুল্যা মুনির (০১৭১৭–৬১১৬৭৫) এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।