চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারত অঙ্গীকারাবদ্ধ শি-কে মোদী

| সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

চীনের তিয়ানজিয়ানে এক নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হওয়া এক গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের নরেন্দ্র মোদী বলেছেন, নয়া দিল্লি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নত করতে অঙ্গীকারাবদ্ধ। খবর বিডিনিউজের।

রোববার থেকে তিয়ানজিয়ানে দুই দিনব্যাপী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। তাতে অংশ নিতে ৭ বছর পর চীন গেছেন মোদী। এসসিওর এবারের সম্মেলনে মোদী ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বেলারুশের আলেঙান্ডার লুকাশেঙ্কো এবং পশ্চিম, মধ্য, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান উপস্থিত আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিয়ানজিয়ানের এই সম্মেলনকে গ্লোবাল সাউথের জোরাল সংহতি হিসেবেও দেখা হচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সংবেদনশীলতার ভিত্তিতে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আমরা অঙ্গীকারাবদ্ধ, বৈঠকে মোদী শিকে এমনটাই বলেছেন বলে ভারতীয় প্রধানমন্ত্রীর সরকারি এক্স একাউন্টে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসন্তানদের নিয়ে ৮০০ কিমি পথ হাঁটলেন বাবা
পরবর্তী নিবন্ধভারত সফরের পরিকল্পনা ‘বাতিল করেছেন ট্রাম্প’