চীনের ওপর ১০০% শুল্ক টেকসই নয়, কিন্তু ওরাই বাধ্য করেছে : ট্রাম্প

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা পণ্যে তার প্রস্তাবিত ১০০% শুল্ক আদতে টেকসই হবে না। তিনি বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির মধ্যে বাণিজ্য আলোচনায় অচলাবস্থার জন্য বেইজিংকে দোষারোপও করেছেন। চীনা কর্তৃপক্ষ দুর্লভ খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করলে এই অচলাবস্থা শুরু হয়। চীনা পণ্যে এ ধরনের উচ্চ শুল্ক টেকসই হবে কিনা, এবং এর ফলে মার্কিন অর্থনীতিতে কী প্রভাব পড়বে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা টেকসই নয়, কিন্তু সংখ্যাটা সেটাই। ওরাই (চীন) আমাকে এটা করতে বাধ্য করেছে, শুক্রবার ফঙ বিজনেস নেটওয়ার্কে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্পকে এমনটাই বলতে শোনা যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনা পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের এই পরিকল্পনা ট্রাম্প সপ্তাহখানেক আগে সামনে আনেন। পাশাপাশি ১ নভেম্বর থেকে ‘সব ধরনের সংবেদনশীল সফটওয়ার’ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করার কথাও জানান। ওয়াশিংটনবেইজিংয়ের মধ্যে আগের সমঝোতা অনুযায়ী, একে অপরের ওপর দেওয়া শুল্কে ছাড়ের মেয়াদ আগামী ১০ নভেম্বরই শেষ হতে যাচ্ছে। দুর্লভ ভৌত খনিজ রপ্তানিতে চীনের বিধিনিষেধের পাল্টায় ট্রাম্প নতুন এই শুল্ক আরোপ ও সফটওয়ার রপ্তানিতে কড়াকড়ির পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ওয়াশিংটন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় ‘ওরা আসবে’ নাটকের চতুর্থ মঞ্চায়ন
পরবর্তী নিবন্ধএক পরিবারের ১১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল