চীনে আমন্ত্রণমূলক টুর্নামেন্টের শেষটা ভালো হলো না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমি দলের। চীনে উহান দলের বিপক্ষে হেরে রানার্স আপ হয়েছে তারা। লিজিয়াংয়ে হওয়া তিয়ানইউ লিউফাং কাপের ফাইনালে শনিবার উহানের বিপক্ষে ৩–০ গোলে হারে একাডেমি দল। বিএফএফ ফুটবল একাডেমি দলের তাহসান খাঁ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট পেয়েছেন।