চীনের দক্ষিণাঞ্চলে একটি শহরের স্পোর্টস সেন্টারের মাঠে শরীরচর্চা চলার সময় মানুষের ভিড়ে উঠে যাওয়া গাড়ির চাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৩ জনেরও বেশি মানুষ। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। গত সোমবার রাতে দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরের ক্রীড়া কেন্দ্রে এ ঘটনা ঘটে। ৬২ বছর বয়সী ফ্যান নামের এক গাড়িচালক মানুষের ভিড়ের মধ্যে স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) চালিয়ে দেন। স্থানীয় পুলিশ এ ঘটনাকে ‘মারাত্মক এবং নৃশংস হামলা’ বলে অভিহিত করেছে। চীনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে বহু বয়স্ক ব্যক্তি, তরুণ এবং শিশু রয়েছে। খবর বিডিনিউজের।
গাড়িচালক ৬২ বছর বয়সী ফ্যানকে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে। চালক নিজেই নিজেকে জখম করেছে এবং হাসপাতালে কোমায় রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঝুহাই শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও ভিড়ের ওপর গাড়ি চালানোর এ ঘটনা ঘটল। পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে–বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীর সঙ্গে সম্পত্তির ভাগাভাগি নিয়ে অসন্তোষ থেকে ফ্যান ওই কাজ করেন। তিনি কোমায় থাকায় কর্তৃপক্ষ সরাসরি তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারছে না। প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভয়াবহ ওই ঘটনার ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষ মুছে ফেলেছে। তবে কিছু ফুটেজ এখনও অনলাইনে রয়েছে। এতে দেখা গেছে, ঘটনাস্থলে অনেক মানুষ মাটিতে পড়ে আছ। আর স্থানীয় চিকিৎসাকর্মী ও পথচারীরা তাদের সেবা দেওয়ার চেষ্টা করছে।
এক প্রত্যক্ষদর্শী চীনের একটি নিউজ ম্যাগাজিনকে জানিয়েছেন, গাড়ির ভিড়ের মধ্যে উঠে যাওয়ার সময় স্টেডিয়ামে কমপক্ষে ছয়টি দল হাঁটার জন্য জড়ো হয়েছিল। ক্রীড়া কেন্দ্রটির সামনের রাস্তার পাশে প্রতিদিনই শরীর চর্চা করে মানুষ।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রেসিডেন্ট শি জিনপিংও আহতদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।