চীনে ব্লিনকেন, উত্তেজনা কমাতে ব্রেক থ্রু’র সম্ভাবনা ক্ষীণ

| সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

বাণিজ্য, তাইওয়ানসহ নানান ইস্যু নিয়ে টালমাটাল দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চীন সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। রোববার তার বেইজিংয়ে নামার মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে ৫ বছরে প্রথম যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কূটনীতিকের পা পড়ল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য ব্লিনকেনের এই সফরেও ওয়াশিংটনবেইজিংয়ের মধ্যকার বরফ গলার আশা দেখছেন না মার্কিন কর্মকর্তারা। তাদের প্রত্যাশা, পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্য দিয়ে আরও দ্বিপাক্ষিক বৈঠকের দ্বার খুলুক।খবর বিডিনিউজের। ফেব্রুয়ারিতেই ব্লিনকেনের চীন সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের আকাশে ওড়া সন্দেহজনক এক চীনা গোয়েন্দা বেলুনকাণ্ডে সেই সফর স্থগিত করেছিলেন তিনি। যে পদক্ষেপ চীনকে আরও তাঁতিয়ে দেয়। জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ব্লিনকেনই এখন পর্যন্ত নতুন ডেমোক্র্যাট প্রশাসনের সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি চীন গেলেন। আলোচনার পথ খোলা রাখতে এবং বিরোধ যেন সংঘাতে না গড়ায় তা নিশ্চিতে দুই দিনের এই সফরে তার চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং ও দেশটির শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভয়াবহ গরম, উত্তর প্রদেশের এক হাসপাতালে তিনদিনেই ৫৪ মৃত্যু
পরবর্তী নিবন্ধএকদিনের জন্য ইমিগ্রেশন অফিসার ঋষি সুনাক