চীনের গুইঝো প্রদেশে বুলেট ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে আটজন হতাহত হয়েছেন। স্থানীয় সময় গত ০৩ জুন এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সমপ্রচারমাধ্যম সিসিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ইউয়েজাই টানেলের প্রবেশমুখে ট্রেনের সাত ও আট নম্বর বগিটি লাইনচ্যুত হয়। খবর বাংলানিউজের।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়, বুলেট ট্রেন ডি২৮০৯ চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুইয়াং প্রদেশ থেকে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংজুতে যাচ্ছিল। রোংজিয়াং স্টেশনে আকস্মিক ভূমিধসের কারণে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে চালকের মৃত্যু হয়েছে। এ ছাড়া সাত জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ পর্যন্ত ১৩৬ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।