চীনে বিবাহ কমেছে ২০ শতাংশ জন্মহার নিয়ে উদ্বেগ

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

চীনে ২০২৪ সালে বিবাহ কমেছে ২০ শতাংশ। যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পতন। তরুণতরুণীদের বিবাহ ও সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ নানা ধরনের উৎসাহ দেওয়ার পরেও দেশটিতে এমন চিত্র সামনে এল। বিয়ে ও সংসার শুরুর আগ্রহ কমার জন্য চীনে শিশু যত্ন ও শিক্ষায় উচ্চ ব্যয়কে দায়ী করা হয়। তাছাড়া গত কয়েক বছর ধরে দেশটির যে অর্থনেতিক প্রবৃদ্ধি হচ্ছে তাতে বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য চাকরি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে যারা চাকরি করছে তাদের মধ্যে আছে নানা ধরনের অনিশ্চয়তা। চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে ৬ দশমিক ১ মিলিয়নের বেশি বিয়ে হয়। তবে তার আগের বছর এই সংখ্যা ছিল ৭ দশমিক ৬৮ মিলিয়ন।

উইসকনসিনম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদ ইয়ি ফক্সিয়ান ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে বলেন, এমনকি ২০২০ সালে অর্থাৎ করোনা মহামারির সময়ও বিবাহ কমেছিল ১২ দশমিক ২ শতাংশ। তিনি বলেন, ২০২৪ সালে যে সংখ্যক বিয়ে রেকর্ড করা হয়েছে তা ২০১৩ সালের ১৩ দশমিক ৪৭ মিলিয়নের চেয়ে অর্ধেকেরও কম।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩.৬৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধব্যাপক হারে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ডিপসিক : দক্ষিণ কোরিয়া