চীনে প্রাইমারি স্কুলের সামনে গাড়ির ধাক্কায় বহু শিক্ষার্থী আহত

| বুধবার , ২০ নভেম্বর, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশে একটি প্রাইমারি স্কুলের সামনে গাড়ির ধাক্কায় বহু শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রদেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর চাংদোতে ঘটনাটি ঘটেছে বলে গ্লোবাল টাইমস সংবাদপত্র এক টুইটে জানিয়েছে। সিসিটিভি নিউজ জানিয়েছে, চাংদোর টিংছং জেলার ইয়োনিকান প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটেছে, এতে বহু শিক্ষার্থী আহত হয়েছে। খবর বিডিনিউজের।

আহত শিক্ষার্থীদের সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা হচ্ছে। মাত্র কিছুদিন আগে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের চুহাই শহরের এক ক্রীড়া কেন্দ্রের ভিড়ের মধ্যে চলন্ত গাড়ি উঠিয়ে দিয়ে ৩৫ জনকে হত্যা করেন এক চালক। ঘটনায় আরও ৪৩ জন আহত হয়েছিল। চীনের সামপ্রতিক ইতিহাসে জনতার ওপর সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটি। চীনের সামাজিক মাধ্যমগুলোতে আসা রয়টার্সের যাচাই করা ভিডিওগুলোতে দেখা গেছে, শিশুরা তাদের স্কুল ব্যাগসহ দৌঁড়ে সরে যাওয়ার চেষ্টা করছে, কিছু শিক্ষার্থী তাদের স্কুল প্রাঙ্গণে ফিরে গেছে আর রাস্তায় একটি সাদা গাড়ি পড়ে আছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.১০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমেক্সিকোয় সহিংসতা : এক ট্রাকে পাওয়া গেল ১৯ মৃতদেহ