চীনে দৈনিক শনাক্ত দুই বছরের মধ্যে সর্বোচ্চ

কোভিড

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চীনের মূল ভূখণ্ডে একদিনে দেড় হাজারের বেশি স্থানীয়ভাবে সংক্রমিত করোনাভাইরাস রোগীর সন্ধান মিলেছে। ২০২০ সালের শুরুর দিকে করোনাভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবের পর দেশটি আর কখনোই একদিনে এত রোগী দেখেনি। খবর বিডিনিউজের। প্রাণঘাতী করোনাভাইরাসের ওমিক্রন ধরন এখন চীনজুড়ে বিভিন্ন শহরকে বিধিনিষেধ আরও কঠোর করতেও বাধ্য করছে বলে জানিয়েছে। চীনে এখন প্রতিদিন যত কোভিড রোগী শনাক্ত হচ্ছে, তা বিশ্বের অনেক দেশের তুলনায় নগণ্য হলেও এখন যেভাবে রোগী বাড়ছে তা কোথাও প্রাদুর্ভাবের খোঁজ পাওয়া মাত্র যত দ্রুত সম্ভব সংক্রমণ শূন্যে নামিয়ে আনার বেইজিংয়ের লক্ষ্যকে জটিল করে তুলতে পারে। চীনে শুক্রবার শনাক্ত কোভিড রোগীদের মধ্যে ৪৭৬ জন স্থানীয়ভাবে সংক্রমিত, এদের মধ্যে ৫ জনকে প্রথমদিকে উপসর্গহীনদের তালিকায় রাখা হলেও পরে তাদের দেহে উপসর্গ দেখা দেয়। এদিন শনাক্তদের মধ্যে অভ্যন্তরীণভাবে সংক্রমিত ১০৪৮ জনের উপসর্গ নেই, জানিয়েছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। আগের দিনও এই সংখ্যা ছিল ৭০৩। চীনে উপসর্গ না থাকলে সংক্রমণের শিকার ব্যক্তিদের রোগীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয় না। সংক্রমণের উর্ধ্বগতিতে চিন্তিত দেশটির অনেক শহরের কর্তৃপক্ষকে এখন পরিস্থিতি মোকাবেলায় অনেক লোক উপস্থিত হতে পারে এমন অনুষ্ঠান বাতিল, গণ শনাক্তকরণ পরীক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুখোমুখি পাঠদান বন্ধসহ নানান পদক্ষেপ নিতে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে দুই মাসে ৪৭ শিশু নিহত : ইউনিসেফ
পরবর্তী নিবন্ধইউক্রেনকে আত্মসমর্পণের পরামর্শের খবর ইসরায়েলের অস্বীকার