চীন বাংলাদেশের সত্যিকারের বন্ধু : রাষ্ট্রদূত

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৪৭ পূর্বাহ্ণ

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন বাংলাদেশের সত্যিকারের বন্ধু। বাংলাদেশের ভিশন২০৪১ এর অংশ হিসেবে স্মার্ট বাংলাদেশের চূড়ান্ত বাস্তবতা চীনকে ছাড়া অর্জিত হতে পারে না। আর চীন এতে অংশ নিতে খুবই আগ্রহী। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল শুক্রবার ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবর বাংলানিউজের।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়কমন্ত্রী মোস্তাফা জব্বার, হুয়াওয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট প্যান জুনফেং যোগ দেন। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার বক্তৃতায় বলেন, বিগত ২৫ বছরে হুয়াওয়ে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ খাতের উন্নয়নে অংশগ্রহণ করেছে। এই বছর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দশম বার্ষিকীতে বাংলাদেশচীনের উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএকুশে পত্রিকা সম্পাদক অসুস্থ আজাদ তালুকদারকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুসল্লিদের মাঝে সুজনের খেজুর ও শরবত বিতরণ