চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন বাণিজ্য চুক্তি সই করতে চলেছে যুক্তরাষ্ট্র–তাইওয়ান। যুক্তরাষ্ট্র–তাইওয়ান একবিংশ শতাব্দীর বাণিজ্য আলোচনা কর্মকাঠামোর অধীনে এটিই হবে দুই দেশের প্রথম বাণিজ্য চুক্তি। যে আলোচনা শুরু হয়েছিল গত বছর। এ সপ্তাহান্তে সিঙ্গাপুরে উচ্চ–পর্যায়ের বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনের আগে দিয়ে নতুন বাণিজ্য চুক্তির এই ঘোষণা এল বলে জানিয়েছে বিবিসি। সমপ্রতি কয়েক বছরে যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক উত্তরোত্তর খারাপ হয়েছে। তাইওয়ানের বাণিজ্য আলোচনা কার্যালয় বলেছে, ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের উপ বাণিজ্য প্রতিনিধি সারাহ বিয়াঞ্চি চুক্তি সই অনুষ্ঠানে দেবেন বলে মনে করা হচ্ছে। একবিংশ শতাব্দীর বাণিজ্য কর্মকাঠামোর উদ্দেশ্য হচ্ছে, ওয়াশিংটন এবং তাইপের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক মজবুত করা এবং যুক্তরাষ্ট্রে তাইওয়ানের আরও রপ্তানির দ্বার উন্মুক্ত করা।