চীন ও বাংলাদেশের মধ্যে সরাসরি জাহাজ চালাবে পিআইএল

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৬:৩৫ পূর্বাহ্ণ

সমুদ্রপথে কন্টেনার বোঝাই পণ্য পরিবহনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনস (পিআইএল) চীন ও বাংলাদেশের মধ্যে সরাসরি জাহাজ চালানো শুরু করছে। আগামী ৩১ আগস্ট থেকে সপ্তাহে একটি করে জাহাজ চীনের নিংবো বন্দর থেকে চট্টগ্রামে পণ্য আনা নেয়া করবে। চায়নাচিটাগাং এক্সপ্রেস (সিসিই) নামের এই সার্ভিসে একাধিক প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজের একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। সূত্র বলেছে যে, চীনের নিংবো থেকে যাত্রা করে সাংহাই এবং শেকাউ হয়ে জাহাজ চট্টগ্রামে আসবে এবং ফিরতি পথে নিংবো যাবে।

পূর্ববর্তী নিবন্ধপারকি সৈকতে শত শত ঝাউগাছ বিলীন
পরবর্তী নিবন্ধকোরবানিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু