চিৎমরমে দরিদ্রদের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা

শান্তিচুক্তির ২৭ বছর পূর্তি

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

পার্বত্য শান্তিচুক্তির ২৭তম বছরপূর্তি উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি কর্তৃক উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। গতকাল সোমবার চিৎমরম বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করা হয়। ৪১ বিজিবির মেডিক্যাল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান আগত রোগীদের চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করেন। এসময় ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুঁইয়া এবং উপঅধিনায়ক মেজল লতিফুল বারী উপস্থিত থেকে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিংমং, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল এবং চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধব্যবসা করতে এসে প্রেম, পোশাককর্মীকে বিয়ে চীনা যুবকের
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বিজনেস ফেস্ট