বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গ্যালারিতে দর্শকদের কোনো ধরনের আপত্তিকর ও বৈষম্যপূর্ণ শ্লোগান দেওয়া থেকে বিরতে থাকতে অনুরোধ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অন্যথায় নিষেধাজ্ঞাও আসতে পারে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দলের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। রিভারপ্লেটের এস্তাদিও মাস মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচকে ঘিরেই মূলত বাড়তি সতর্কতা দেশটির ফুটবল অভিভাবক সংস্থার।